Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Ke Jane Ko Ghonta Lyrics | কে জানে ক ঘন্টা | Hemanta Mukherjee Lyrics - Hemanta Mukherjee

Collection Hemanta Mukherjee

Ke Jane Ko Ghonta Lyrics | কে জানে ক ঘন্টা | Hemanta Mukherjee Lyrics

 LyricsForest   938


Ke Jane Ko Ghonta Lyrics | কে জানে ক ঘন্টা | Hemanta Mukherjee lyrics (Primary language)

কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা 

কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা,

যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা

যে মনে মন দিতে চাস দিয়ে যা, দিয়ে যা। 

 

জীবনে এইটুকু বেলা 

সবই যে বেপরোয়া খেলা,

জীবনে এইটুকু বেলা 

সবই যে বেপরোয়া খেলা,

বলো না কে কে দেবে সাড়া 

তুমি তুমি তুমি তুমি তুমি, 

আমি যে শুধু চাই।

 

কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা 

কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা,

যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা

যে মনে মন দিতে চাস দিয়ে যা, দিয়ে যা। 

কি হবে নীতিকথা ভেবে 

লোকেরা দোষ দেয় দেবে,

কি হবে নীতিকথা ভেবে 

লোকেরা দোষ দেয় দেবে,

আসলে যতকিছু ঘটে 

সবই যে হিং টিং ছট। 

 

কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা 

কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা,

যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা

যে মনে মন দিতে চাস দিয়ে যা, দিয়ে যা। 

Ke Jane Ko Ghonta Lyrics | কে জানে ক ঘন্টা | Hemanta Mukherjee lyrics in English